সোনারগাঁয়ে একাধিক মামলার আসামি জিহাদ নামে এক মাদক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় এবং পায়ে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
সোমবার (২৮ মার্চ) ভোরে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জিহাদ কাঁচপুর উত্তরপাড়া এলাকার নাহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, সকালের দিকে কাঁচপুর বাসস্ট্যান্ডের পাশে রক্তাক্ত লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের মাথায় এবং পায়ে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, জিহাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে লুণ্ঠিত টাকা ও অন্যান্য মালামালের ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।